সংখ্যার হিসাবে জয়টা সহজই এই লক্ষ্য পাড়ি দিতে গিয়েই হাসফাঁস দশা বাংলাদেশের। জিম্বাবুয়ের দেয়া ১৩৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে জিতেছে টাইগাররা।
রবিবার (৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২–০তে এগিয়ে টাইগাররা।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিং পাওয়া জিম্বাবুয়ের দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও জয়লর্ড গাম্বি বেশ হাসফাস করতে থাকেন। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে তাদিনাশে মারুমানিকে এলবিডব্লিউতে ফেরান তাসকিন। ৩০ বল খেলে ১৭ রান করে জয়লর্ড গাম্বি আউট হন সাইফুদ্দিনের শিকার হয়ে। জিম্বাবুয়ের ওপর এরপর আঘাত হানেন রিশাদ হোসেন। দশম ওভারে সিকান্দার রাজা এবং ক্লাইভ মাদান্দেকে আউট করেন তিনি।
একাদশ ওভারে অভিজ্ঞ ক্রেইগ আরভিনকে ফেরান শেখ মেহেদী। মাত্র ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে এরপর পথ দেখান অভিষিক্ত জনাথন ক্যাম্পবেল এবং ব্রায়ান বেনেট।
ষষ্ঠ উইকেটে ক্যাম্পবেল–ব্রেনেট মিলে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন। অভিষেক ম্যাচে ২৪ বলে ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যাম্পবেল। ২ ছক্কা ও ৩ চারে ২৯ বলে ৪৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ব্রেনেট। তাদের ইনিংসের ওপর ভর করেই শেষ পর্যন্ত ১৩৮ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের শেষ ওভারে দলীয় ৪১ রানে সাজঘরে ফেরেন গত ম্যাচে ফিফটির দেখা পাওয়া তানজিদ তামিম। ১৫ বলে ১৬ রান করে দশম ওভারে ফেরেন নাজমুল হোসেন শান্ত। একই ওভারে আউট হন লিটনও। জাকের আলী অনিকও বড় রানের দেখা পাননি। ১২ বলে ১৩ রান করে রিচার্ড এনগারাভার শিকার হয়ে ফেরেন তিনি।
শেষদিকে, চাপ সামলে নিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাওহীদ হৃদয়। ২৫ বলে ৩৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন হৃদয়। ১৬ বলে ১ ছক্কা ও ২ চারে ২৬ রান করেছেন রিয়াদ।
এসএ/দীপ্ত সংবাদ