বিএনপি–জামায়াতের সাম্প্রতিক হরতাল–অবরোধে, সারা দেশে প্রায় ছয়শো যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ সময় আন্তজেলা বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল সীমিত করায়, ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা।
এমনই তথ্য দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচেনর দাবিতে, ২৯ অক্টোবর থেকে টানা আন্দোলন করছে বিএনপি, জামায়াত ও সমমনা কয়েকটি দল। পালন করছে হরতাল–অবরোধের মতো কর্মসূচি। এতে ঘটছে সহিংসতা। পোড়ানো হচ্ছে গাড়ি।
যানবাহনের মালিকরা বলছেন, ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচির কারণে চরম ক্ষতির মুখে পড়ছে পরিবহন খাত।
সম্প্রতি নেত্রকোনা থেকে ঢাকায় আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায়, চার জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে এক মা ও তার ৩ বছররের শিশু রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই সহিংসতার শিকার হচ্ছে নিরীহ মানুষ।
যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় শুধু ঢাকাতেই মামলা হয়েছে শতাধিক। আর আসামি কয়েক হাজার। এরইমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের হিসাবে, হরতাল–অবরোধের সময় মোট ৫টি ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। গাজীপুরে রেললাইন উপড়ে ফেলায়, দুর্ঘটনার শিকার হয় একটি ট্রেন।
এসএ/দীপ্ত নিউজ