বিএনপি–জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও, অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন কম। এর মাঝে অনেকে আতঙ্ক নিয়েই কাজে বের হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্বাভাবিক রয়েছে যান চলাচল। মানুষ যে যার কাজে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচলও বাড়তে থাকে। এছাড়া সড়কে রিকশা ও মোটরসাইকেলও বেড়েছে। তবে তেমন যানজট দেখা যায়নি সড়কগুলোতে।
তবে গণপরিবহনের তুলনায় অন্যান্য যানবাহন বেশি চলাচল করতে দেখা যায় সড়কে। এরমধ্যে রয়েছে, ট্রাক, পিকআপ, মিনি ট্রাক, ময়লার গাড়ি, সিমেন্ট কোম্পানির গাড়ি, লরিসহ পণ্যবাহী পরিবহন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও একদফা দাবি আদায়ে দেশব্যাপী রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি–জামায়াতে ইসলামী ও সমমনা রাজনৈতিক দলগুলো।
রাত থেকেই রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে পিকেটিং, বাসসহ পরিবহন পোড়ানোর মতো ঘটনা। যার প্রভাব পড়েছে দূরপাল্লার বাসে। রাজধানীর সায়দাবাদ,যাত্রাবাড়ি, গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতে হরতালের চাপ চোখে পড়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে গত রাতে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ