হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নোয়াগড় গ্রামের পঞ্চায়েত সমিতির ইজারার টাকা ও ঘর নিয়ন্ত্রণ করে আসছেন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া। সম্প্রতি এতে বাধা দেন বর্তমান ইউপি সদস্য লতিফুর মিয়া।
বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে দুপক্ষের লোকজন ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হন।
আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আখলাছ আহমেদ/এজে/ দীপ্ত সংবাদ