রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের হয়ে খেলছেন সাকিব ্আল হাসান। এর মধ্যে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপির আদাবর থানায় মামলাটি করা হয়। সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টসকর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।
তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর পাওয়া যায়নি। পরোয়ানা জারি হলে সে ক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করতে পারে পুলিশ। যদিও তার এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনাই নেই বললেই চলে। স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সেখানেই ফিরে যেতে পারেন তিনি।
মামলা হলেও যেহেতু সাকিবের বিরুদ্ধে এখনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি, তাই তার খেলতে কোনো বাধা নেই।
এদিকে যে হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে, সে ঘটনার সময় সাকিব দেশে ছিলেন না। ফলে সেই প্রমাণ দেখিয়ে সহজেই জামিন আবেদন করতে পারেন তিনি। আর সেটি হলে তার বিরুদ্ধে অভিযোগ এমনটিতেই খারিজ হয়ে যাবে। এর বাইরেও আগাম জামিন চাইতে পারেন সাকিব।
আল/ দীপ্ত সংবাদ