বিজ্ঞাপন
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

হতাহতদের জন্য দেশের সকল দেশের মসজিদে দোয়া ও মোনাজত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

বায়তুল মুকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিউদ্দীন কাসেম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দোয়ায় নিহতদের রূহের মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। দেশের সকল মসজিদেও একইভাবে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ কর্মসূচি যথাযথভাবে পালন করতে সোমবার (২১ জুলাই) দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More