হাইকোর্টের আদেশের পরও আমানত ফিরে না পাওয়ায় হতাশ পিপলস লিজিংয়ের প্রায় ছয় হাজার গ্রাহক। মঙ্গলবার (২২ মার্চ) ১০ দফা দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ ব্যাংক থেকে নিবন্ধিত পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানি ১৯৯৭ সালে যাত্রা শুরু করলেও কার্যত থেমে যায় পি কে হালদার দেশ ছাড়ার পর। তার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।
গত পাঁচ বছরে ক্ষুদ্র প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে প্রায় ৭০০ কোটি টাকা আমানত হারিয়ে প্রায় নিঃস্ব ছয় হাজার গ্রাহক। আমানত ফেরত পেতে তাই মঙ্গলবার ১০ দফা দাবি নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন গ্রাহকরা ।
জীবনের শেষ সম্বলটুকু আদৌ পাবেন কিনা এমন সংশয়ে টাকা ফেরত পাওয়ার জোর দাবি সবার।
হাইকোর্ট থেকে টাকা ফেরতের আদেশ থাকা সত্ত্বেও কেন আমানত ফেরত পাওয়া যাচ্ছে না, এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে।
যূথী/দীপ্ত সংবাদ