ভয়ে–আতঙ্কে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুর ১২টার কিছু আগে থেকে কর্মকর্তা–কর্মচারীরা বের হতে শুরু করেন।
ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা–কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই হুড়াহুড়ি করে বের হতে শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন যুগ্মসচিব জানান, সচিবালয়ে সাধারণত নিরাপত্তা দেয় পুলিশ বাহিনী, কিন্তু আজ কোনো পুলিশ দায়িত্বে নেই, সেনাবাহিনীর সদস্য আছেন তাও অনেক কম, এ কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, দীর্ঘসময় পদোন্নতি না পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসণ মন্ত্রণালয় আজ লাইব্রেরিতে বৈঠক করে। এর পর উচ্চপদস্থ অনেক কর্মকর্তা অফিস ছেড়ে পালিয়ে যান। সোয়া ১১টায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আজ সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থি কর্মকর্তা–কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। এ ছাড়া মন্ত্রীদের নেইম–প্লেট সরানো হয়েছে। অধিকাংশ সচিবকেই তাদের দপ্তরে দেখা যায়নি। কর্মকর্তা–কর্মচারীর মধ্যে যথেষ্ট আতঙ্কের চাপ দেখা গেছে।
উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে।
এসএ/দীপ্ত সংবাদ