বিশ্বকাপ মিশনের মুম্বাই পর্ব শেষ করে হঠাৎ দেশে ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় নেমে দুপুরেই মিরপুর শেরে–ই বাংলা স্টেডিয়ামে গেছেন তিনি।
মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ ও সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলনও করেছেন টাইগার অলরাউন্ডার।
জানা গেছে, সাকিব দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। এরপর ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে খেলবেন তিনি।
চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স।
আল/ দীপ্ত সংবাদ