হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার এবং ইন্সটাগ্রাম।
মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গায় থেকে একযোগে ফেসবুক লাগ–আউট এবং সেশন আউট হয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী অনেকই এই তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেক্টরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী লগইন করতে পারছে না।
টুইটারের ট্রেন্ডিং ফিডে দেখা যাচ্ছে ডাউন হয়ে গেছে সাইটটি।
তবে মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে না। ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে মেটার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে অনেকের ফেসবুক আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে অনেক ব্যবহারকারী আইডি হ্যাক হওয়ার শঙ্কায় পড়ে যান।
এসএ/দীপ্ত সংবাদ