দিনাজপুরসহ অনেক জায়গায় হঠাৎ করে চালের দাম বেড়ে গেছে। প্রতি কেজির জন্য অতিরিক্ত দিতে হচ্ছে ৩ থেকে ৭ টাকা পর্যন্ত।
দিনাজপুরে হঠাৎ চালের বস্তা দুই থেকে তিনশ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এক সপ্তাহ আগে বিআর আটাশ ৫৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এখন দাম ৫৮ টাকা। মিনিকেট ৬৮ টাকা থেকে ৭২ টাকা, নাজিরশাইল ৭০ টাকা থেকে ৭৪ টাকা হয়েছে।
আরও পড়ুন: রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এই অবস্থার জন মিলারদের দায়ী করছেন। এদিকে চালকল মালিকদের দাবি, ধানের দাম বেশি হওয়ায়, চালের বাজার ঊর্ধ্বমুখী।
অভিযোগ রয়েছে, মধ্যস্বত্বভোগীরা ধান কিনে গুদামজাত করার কারণে বাজারে ধানের সংকট দেখা দিয়েছে।
অন্যদিকে, পটুয়াখালীতে চালের দাম কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা বেড়েছে। জেলার প্রায় সর্বত্র প্রতি কেজি পাইজাম ৫৩ টাকা, স্বর্না ৪৮ টাকা, মিনিকেট ৭০ টাকা ও ২৮–বালাম ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ীদের দাবি, মিলাররা চালের দাম বাড়িয়েছে। তাই তাদেরকেও বাড়তি দামে বিক্রি করতে হয়।
আরও পড়ুন: বাজারে পর্যাপ্ত সবজি, তবুও বেড়েছে দাম
এসএ/দীপ্ত নিউজ