ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষেধের কারণে, হঠাৎ করেই দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে।
দাম নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বরগুনায় পেঁয়াজের আড়ৎ ও খুচরা দোকানগুলোতে কয়েক ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। যে পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে ১০০ টাকায়, সেই পেয়াজ আজ সকাল থেকে বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে।
যশোরের বাজারে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। এতে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে।
এদিকে, পেঁয়াজর দাম নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রামের খাতুণগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ