হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এই ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করতে চায় টাইগাররা। তাই নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে লিটনরা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
সাম্প্রতিক পারফর্মেন্সের বিবেচনায় নিশ্চিত ভাবেই বলা যায় হংকংয়ের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনকে। তিনে দেখা মিলবে অধিনায়ক লিটন দাসের। চারে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের মধ্যে একাদশে হৃদয়কে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।
শামীম হোসেন ও উইকেটকিপার ব্যাটার জাকের আলী একাদশে থাকাও নিশ্চিতই বলা যায়। সাত নম্বরে খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান।
বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়ে বাংলাদেশের খেলার সম্ভাবনা বেশি। মেহেদীর পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেন রিশাদ হোসেন। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি খেলতে পারেন তানজিম হাসান সাকিব।
টি–টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ–হংকং। ২০১৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টাইগাররা। ওই ম্যাচের প্রায় ১১ বছর পর আবার মুখোমুখি হচ্ছে দুই দল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল, ‘হংকং যদি ভালো ক্রিকেট খেলে বসে তখন আমাদের বড় ব্যবধানে ম্যাচ জেতাটা কষ্টকর হয়ে যেতে পারে। তাই আমরা আমাদের ১০০% দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক/উইকেটকিপার), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটওয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।