হংকং সিক্সেসে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ছক্কার ফুল ফুটিয়েছেন অধিনায়ক আকবর আলী। বল হাতে ছক্কা আটকেছেন মোসাদ্দেক হোসেন। তাদের ব্যাটে ও বলে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ।
হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে ব্যাট করতে নেমে ঝড় শুরু করেন ওপেনার শেখ হাবিবুর রহমান। তিনি ৭ বলে ২১ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন। তবে অন্য ওপেনার জিসান আলম গোল্ডেন ডাক মারেন। তিনে নামা অধিনায়ক আকবর ৯ বলে ৩২ রান করেন। তার ব্যাট থেকে চার ছক্কা ও দুটি চার আসে।
তবে চারে নামা মোসাদ্দেক ও পাঁচে নামা আবু হায়দার রনি ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। মোসাদ্দেক ৬ বলে ৮ এবং রনি ১০ বলে মাত্র ৬ রান করেন। বাংলাদেশ ৫ উইকেটে ৭৫ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা ৫.১ ওভারে ৬১ রানে অলআউট (৬ উইকেট হারায়) হয়ে যায়।