৪৫
চন্দ্রযান–৩ এর ল্যান্ডার বিক্রমকে স্লিপ মোডে রেখেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা নাগাদ ল্যান্ডারটিকে স্লিপ মোডে পাঠানো হয়। এর আগে রোভার প্রজ্ঞানকেউ স্লিপ মোডে নেয়া হয়।
আগামী ২২ সেপ্টেম্বর নাগাদ চাঁদে আবার সূর্য উঠবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তখন ল্যান্ডার ও রোভারকে আবার জাগিয়ে তোলা যায় কি না, চেষ্টা করে দেখবেন ইসরোর বিজ্ঞানীরা।
এদিকে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী ভালারমাতি মারা গেছেন। চাঁদের বুকে ভারতের চন্দ্রযান–৩ অবতরণের ঘোষণা শোনা যায় তারই কণ্ঠে।
এসএ/দীপ্ত নিউজ