মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে একদল লোক ঝটিকা মিছিল করে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ মিছিলের ঘটনা ঘটে। মিছিলকে কেন্দ্র করে তিনজনকে আটক করা হয়।
স্মৃতিসৌধে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩আটককৃতরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং আশুলিয়ার কলমা এলাকার মো. সোহেল পারভেজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে প্রায় ৫০ জনের একটি দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। একপর্যায়ে পুলিশ এসে তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়।
এসময় পুলিশের গাড়ী থেকে আটককৃতদের একজনকে বলতে শোনা যায়, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান। জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের অবদান। তাই শ্রদ্ধা জানাতে এসেছিলাম।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের জানান, পাঁচ–ছয়জন জাতীয় স্মৃতিসৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল, এই অভিযোগে তাদের আশুলিয়া থানা পুলিশ আটক করেছে।
ইএ/দীপ্ত সংবাদ