বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের নিয়ে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর মুক্ত দিবসে চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এখন তিনি ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আজকের তরুণ প্রজন্ম। আজকে যারা প্রাথমিকে ও মাধ্যমিকে পড়াশোনা করছে সেই শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

দীপু মনি আরও বলেন, চাঁদপুরের মতো এরকম মাসব্যাপী বিজয় মেলা বাংলাদেশের অনেক জেলাতেই হচ্ছে না। এই মেলার ব্যাপ্তি মাসব্যাপী ধরে রাখার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।

মুক্তিযুদ্ধের বিজয় মালা স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের সভাপতিতে ও মহাসচিব হারুন আল রশিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চাঁদপুর জেলা শাখার সভাপতি এডভোকেট জাফর ইকবাল মুন্না।

আরও পড়ুন: নতুন শিক্ষাক্রম বাতিলের আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য কোচিং বাণিজ্য টিকিয়ে রাখা : শিক্ষামন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এডভোকেট রনজিৎ রায় চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

ইব্রাহীম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More