দুইশো গাড়ির জন্য স্মার্ট পার্কিং ব্যবস্থা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সফলতা মিললে বড় আকারে পরিকল্পনা নেবে সংস্থাটি। তবে, সকল সংস্থার সমন্বয় ছাড়া যানজটের ভোগান্তি থেকে রেহাই নেই বলে মত বিশেষজ্ঞদের।
দিনভর সড়কে চলাচলকারী এসকল গাড়ির জন্য নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা। তাই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার সড়কে ইচ্ছামতো রাখা হয় ব্যক্তিগত গাড়ি।
এ থেকে পরিত্রাণ পেতে উপায় খুঁজছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। যার একটি স্মার্ট পার্কিং সিস্টেম। প্রাথমিকভাবে গুলশানের ৯টি রাস্তার নির্দিষ্ট স্থানে ২০২টি ব্যক্তিগত গাড়ি রাখার সুবিধা দেওয়া হবে স্মার্ট পার্কিং-এর মাধ্যমে। প্রথম দুই ঘণ্টার জন্য পরিশোধ করতে হবে ৫০ টাকা।
ডিএনসিসি স্মার্ট পার্কিং অ্যাপে নিবন্ধনকারীরা সহজেই জানতে পারবে গুলশান এলাকায় কোথায় পার্কিং খালি আছে। একাজে সিটি করপোরেশনকে সহায়তা দিচ্ছে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি।
অ্যাপ ব্যবহারকারীদের মোবাইল ব্যাংকিং বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করতে হবে। পার্কিং এলাকার বাইরে গাড়ি রাখলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।