জনগণের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায়, পিছিয়ে পড়া দেশগুলোকে অন্তর্ভুক্ত করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ( ১১ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন তিনি। স্বাস্থ্যঝুঁকি থেকে উত্তোরণে ৫ দফা প্রস্তাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অতিমারি কোভিড–১৯ শুধু বাংলাদেশ নয়, স্বাস্থ্য ব্যবস্থার ভীত নাড়িয়েছে গোটা বিশ্বের। তাই জনস্বাস্থ্য নিরাপত্তা হয়ে উঠেছে এখন আন্তর্জাতিক সমস্যা। এমন বাস্তবতায় ঢাকায় শুরু হয়েছে, দুই দিনব্যাপী জনস্বাস্থ্য ও কূটনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মেলনে অংশ নিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বৈশ্বিক অংশীদারিত্ব প্রতিষ্ঠায় সব দেশকে এক হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে দেয়া ৫ দফা প্রস্তাবনায় অসংক্রামক রোগ প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। জরুরি স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান জানান তিনি।
মা ও শিশু স্বাস্থ্যকে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের মাপকাঠি হিসেবে বিবেচনার তাগিদ দেন সরকার প্রধান।
আল / দীপ্ত সংবাদ