ভালোবাসাকে চিরস্থায়ী করতে বিশ্বজুড়ে অভিনব রীতি বহু যুগ ধরেই চলে আসছে। সেই রোমান্টিকতার একই ধারায় গেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
ফ্রান্সের রাজধানী প্যারিসের সাইন নদীর বিখ্যাত ‘পঁ দে আর্টস’ সেতুর রেলিংয়ে নিজের ও স্বামী আদনান আল রাজীবের নামে ভালোবাসার তালা বেঁধে চাবিটা ছুড়ে ফেলেছেন নদীতে।
ঐতিহাসিক সেতুটি প্রেমিক–প্রেমিকাদের কাছে ‘লাভ ব্রিজ’ হিসেবে বিশ্বখ্যাত। যুগলরা এখানে এসে তালা ঝুলিয়ে ভালোবাসা অমলিন রাখার অঙ্গীকার করেন এবং সেই তালার চাবি ছুড়ে দেন নদীতে—যেন চাবি খুঁজে না পাওয়া মানেই এই প্রেম ভাঙার কোনো সুযোগ নেই।
মেহজাবীন নিজের ইনস্টাগ্রাম স্টোরি ও পোস্টে তালা লাগানোর সেই মুহূর্তের একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘লক’।
বিয়ের পর মেহজাবীন ও রাজীব দুজনই ব্যস্ত সময় কাটাচ্ছেন পেশাগত কাজে। তবু ভালোবাসার এমন প্রকাশ নিঃসন্দেহে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
প্রসঙ্গত, মেহজাবীন ও রাজীব দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। চলতি বছর ঘরোয়া আয়োজনে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এ যেন শুধু তালা নয়, ভালোবাসা রক্ষার এক চিরন্তন অঙ্গীকার।