সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আগের মতো অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। তারপরও এই অভিনেত্রীর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি।
সোমবার (২৭ মে) এই অভিনেত্রীর বিবাহবার্ষিকী। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’ এ দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল। আমি তোমাকে ভালোবাসি।’
জানা যায়, বিয়ের দুই বছরে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করেছেন। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি ছবি প্রকাশ করেছেন তিনি।
এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন তিনি। পূর্ণিমা ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০৭ সালের ১৫ মে বিচ্ছেদ ঘটে তাদের। সেসময় খবরটির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে পূর্ণিমা বলেছিলেন, ‘হ্যাঁ, বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে। আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাশুল দিলাম।’
আল/ দীপ্ত সংবাদ