রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিজান চালানোর সময় আসামি ও তার স্ত্রী হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আসামির দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভাটারার ঢালিবাড়ি কাঁচাবাজার এলাকার ৯ তলা একটি ভবনে এ হামলা হয়। এ ঘটনার পর বাড্ডা থানায় মামলা করা হয়েছে। বাড্ডা থানার এক মামলায় রাইসুল নামের আসামিকে ধরতে গেলে তার দ্বিতীয় স্ত্রী তাহেরা ইসলাম পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে অতিরিক্ত নারী পুলিশ নিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
হামলার শিকার বাড্ডা থানার অপারেশন কর্মকর্তা নুর আলম মাসুম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমরা দুপুরের দিকে প্রতারণার একটি মামলায় পলাতক থাকা আসামিকে ধরতে ভাটারা এলাকায় যাই। অনেকদিন ধরেই আমরা তাদেরকে ধরার চেষ্টা করছিলাম।
আহতরা হলেন বাড্ডা থানার অপারেশন্স কর্মকর্তা ইন্সপেক্টর নুর আলম সিদ্দিকী, এসআই রাসেল পারভেজ, এএসআই আমীর আফজাল। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
রাইসুল মূলত বিভিন্ন নারীকে বিয়ে করে প্রতারণা করতেন। দীর্ঘদিন ধরে আসামিরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিল। তিনি এর আগে দুটি বিয়ে করেছিলেন। বিষয়টি গোপন করে আবারও তিন নম্বর বিয়ে করেন। এ বিয়ের সময় তিনি যৌতুক বাবদ মোটা টাকা আদায় করেন। একপর্যায়ে প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে মামলা করেন। তখন থেকে তিনি পলাতক ছিলেন।
অনু/দীপ্ত সংবাদ