টাঙ্গাইলে নিম্ন আয়ের পরিবারের মাঝে স্বল্প মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হামুনুর রহমান। প্রত্যেক গ্রাহককে ৪৭০ টাকার বিনিময়ে পাঁচ কেজি করে চাল, দুই লিটার তেল ও দুই কেজি ডাল দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা সর্বমোট এক লাখ ৬৮ হাজার ৭১৩ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে ২৬ হাজার ১৪ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে এই স্বল্প মূল্যের পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
শায়লা/ দীপ্ত নিউজ