দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারাটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য। এর ফলে আগের দামের তুলনায় এক ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন এই দাম বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যে ২২ ক্যারাট হলমার্কযুক্ত স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৬,৭০৩ টাকা, ২১ ক্যারাট ১৫,৫৮৭ টাকা, ১৮ ক্যারাট ১৩,৬৬৮ টাকা এবং সাধারণ সোনার পদার্থ প্রতি গ্রাম ১১,৩৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রূপার বাজারেও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারাট রূপার দাম প্রতি গ্রাম ৩১১ টাকা, ২১ ক্যারাট ২৯৬ টাকা, ১৮ ক্যারাট ২৫৪ টাকা এবং রূপার পদার্থ প্রতি গ্রাম ১৯১ টাকা করা হয়েছে।
বাজুস জানিয়েছে, ক্রয়–বিক্রয় মূল্যে সরকারি ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬% মজুরি সংযোজন করা হবে।
বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, “নতুন মূল্য বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জুয়েলারি ব্যবসায়ীদের জন্য নির্দেশক হিসেবে কাজ করবে।”