২৪ বছর পরে এবার নিজেদের ইতিহাসের মাত্র দ্বিতীয় ইউরো খেলতে নেমেই ইতিহাস সৃষ্টি করার দ্বারপ্রান্তে স্লোভেনিয়া।
এবারের ইউরো ছিল স্লোভেনিয়ার ১৪ বছর পর কোনো মেজর টুর্নামেন্টে অংশগ্রহণ এবং নিজেদের ইতিহাসের চতুর্থ মেজর টুর্নামেন্ট।
স্লোভেনিয়ার গ্রুপে ছিল টুর্নামেন্টের হট ফেভারিট ইংল্যান্ড।ডেনমার্ক ও সার্বিয়ার মতো নিয়মিত বিশ্বকাপ খেলা দলও ছিলো। তবে আশ্চর্যের ব্যাপার হলো নিজেদের দ্বিতীয় ইউরো খেলতে আসা স্লোভেনিয়া গ্রুপ পর্বের একটি ম্যাচও হারেনি। এবারের ইউরোর হট ফেভারিট ইংল্যান্ডের সাথেও ড্র করেছে স্লোভেনিয়া। বাকি দুইটি ম্যাচে ড্র করে ৩ পয়েন্ট নিয়ে শেষ ষোল প্রায়ই নিশ্চিত করে রেখেছে দলটি।
দীর্ঘ ২৪ বছর পর খেলতে আসা স্লোভেনিয়া সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এতদিন পরে মেজর কোন টুর্নামেন্ট অংশ নিয়ে গ্রুপ পর্বে কোনো ম্যাচেই না হেরে শেষ ১৬ তে যাওয়া তাদের জন্য অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।
ইমরান/দীপ্ত সংবাদ