চাঁদপুর–২ আসনের নির্বাচনী প্রচার–প্রচারণার অংশ হিসেবে মতলব উত্তরে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র এমপি প্রার্থী এম ইসফাক আহসানের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাতানী গ্রামের আজিজুল হকসহ আরও কয়েকজন পাঁচানী সবুরের দোকানের সামনে পোস্টার সাঁটাতে যায়। এ সময় নৌকার প্রার্থীর অনুসারী কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার নেতৃত্বে দুইটি মাইক্রোযোগে একদল লোক এসে তাদের উপর হামলা করে। এক পর্যায়ে আজিজুল হককে পেটে ছুরিকাঘাত করেন চেয়ারম্যান সোবহান সরকার। এ সময় আজিজুলের সাথে থাকা অন্যাদেরকেও মারধর করা হয়।
আহত আজিজুল হক বলেন, ‘আমরা পোস্টার লাগানোর কাজে ব্যস্ত। হঠাৎ করে সুভা চেয়ারম্যান লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা করে। আমার সাথে থাকা ৪/৫ জনকে ব্যাপক মারধর করেছে। একপর্যায়ে আমাকে ছুরি দিয়ে পেটে ঘাই মারে।’
এ ঘটনা সম্পর্কে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক বলেন, ওই এলাকায় পোস্টার লাগাতে বাধা দিয়েছে এবং মারপিট হয়েছে বলে খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই নৌকা সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা করা হচ্ছে। নৌকার সমর্থক সুভা চেয়ারম্যানের বিরুদ্ধ দুইটি মামলা হয়েছে। তিনি একাধিক মামলার প্রধান আসামী থাকা সত্ত্বেও এলাকায় এ ধরনের কর্মকান্ড করার কারণে আতংকিত এলাকাবাসী।
এ বিষয়ে কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা বলেন, নৌকা মার্কার পক্ষে কাজ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার বিরুদ্ধে মামলা করেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নিবে বলে আমি মনে করি।
আরও পড়ুন: নৌকার মিছিলে হামলার ঘটনায় বিএনপি নেতাদের নামে মামলা
আল/ দীপ্ত সংবাদ