দলীয় স্বতন্ত্র প্রার্থীদের সাহস দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের উঠিয়ে দিতে পারব না। এখন স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের আন্ডারে। আমরা তো জোর করে বসিয়ে দিতে পারি না। এখানে আপস করার সুযোগ নেই।’
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন।
বিএনপি নেতা রিজভীকে উদ্দেশ করে কাদের বলেন, ‘এই যে বিএনপির বর্তমান অনাবাসিক প্রতিনিধি রিজভী আহমেদ ১০–১২ জন লোক নিয়ে বের হয়। কি করে, অসুস্থ একটা লোক। রিজভীকে দেখেও আমরা না দেখার ভান করি।’
বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে হাজতে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থায় তাঁকে মিস করেন কি না—এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি অভ্যাসগতভাবে তাঁকে মিস করেন না। তবে তিনি তাঁর অভাব বোধ করেন।
‘আমি অভ্যাসগতভাবে মিস করা বলি, ঐভাবে বলতে চাই না। আমি বলছি, ওনার সঙ্গে প্রতিদিনই যে কথাবার্তা, যে কাউন্টার হয়। বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনিও আক্রমণ শানিত করেন। তো সেটার জবাব দিতে ভালো লাগে। আক্রমণ শানিত করলে তার সঠিক উত্তরটাও আমাদের দিতে হয়। সেদিকটা অবশ্যই এখন অনুপস্থিত। এটা ঠিক। মিস–টিস এগুলা বলতে চাই না।’
আরও পড়ুন: শাহজাহান অনুপ্রবেশকারী নয়, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বাধা নেই: কাদের
জামায়াত–বিএনপি শেষ পর্যন্ত কি করতে পারে বলে মনে করেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে তারা এক মোহনায় একাকার হবে। বিএনপি মানে জামায়াত, আর জামায়াত মানে বিএনপি। দুঃখ হয়, বিএনপির বি টিম জামায়াত থেকে ক’দিন পর জামায়াতের বি টিম হয়ে যাবে বিএনপি।’
মোরশেদ আলম/দীপ্ত নিউজ