দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় মূলত জনগণের বিজয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৮ জানুয়ারি) গণভবনে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ সরকার। বিদেশি পর্যবেক্ষকদের প্রতিক্রিয়া স্বচ্ছতার প্রমাণ বলে জানান শেখ হাসিনা।
গণভবনে দেশি বিদেশি সাংবাদিক এবং বিদেশি পর্যবেক্ষকদের সাথে গণভবনে সৌজন্য বিনিময় করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর বঙ্গবন্ধু কন্যাকে অভিনন্দন জানান উপস্থিত সবাই।
শুভেচ্ছা বক্তব্যে শেখ হাসিনা বলেন, জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতার অর্জনের কয়েক বছর পরই দেশ সামরিক শাসনেরর কবলে পড়ে। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ লড়াই করে।
নির্বাচন কমিশনকে শক্তিশালী করে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে সরকার। কিন্তু বিএনপি জনগণের ম্যান্ডেট পাবে না জেনেই ভোট বর্জন করেছে।
এবার নির্বাচনে বিজয়কে জনগণের বিজয় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ সরকার।
শেখ হাসিনা জানান, গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যেরা শপথ নিলে শুরু হবে নতুন মন্ত্রিসভা গঠনের কাজ।
আল / দীপ্ত সংবাদ