স্পেনের মাদ্রিদের বোটানিকাল গার্ডেনে হয়ে গেল ছত্রাক নিয়ে দৃষ্টিনন্দন আলোক প্রদর্শনী। নানা ধরনের ছত্রাকের আদলে বানানো বাতি মুগ্ধ করে দর্শনার্থীদের। মাশরুম, মিক্সোমাইসেটিসসহ বিভিন্ন ধরণের ছত্রাকের আদলে তৈরি বিশালাকৃতির এসব আলোক বাতি।
বার্ষিক আলোক প্রদর্শনী উপলক্ষ্যে, প্রতিবছরের মতো এবারো স্পেনের মাদ্রিদের বোটানিকাল গার্ডেন সাজানো হয় এমন রূপে। ছত্রাক থিমযুক্ত এবারের আয়োজনের শিরোনাম ‘নেচারালিজম এনসেন্ডিডা: অরিজিন’। বৈজ্ঞানিক গবেষণা অনুসারে, জীবের উৎপত্তির অন্যতম প্রাচীন গোষ্ঠী ছত্রাক। তাই এর প্রতি শ্রদ্ধা জানাতেই এই বর্ণিল প্রদর্শনী।
মাদ্রিদ সিটি কাউন্সিলের প্রতিনিধি বলেন, “বিনোদন দেয়ার পাশাপাশি এই প্রদর্শনীর মাধ্যমে আমরা মানুষকে নানা ধরনের ছত্রাক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করেছি।”
বোটানিক্যাল গার্ডেনে ঘুরে ঘুরে নজরকাড়া এ আয়োজন উপভোগ করেন দর্শনার্থীরা।