প্রখ্যাত স্থপতি ও বাংলাদেশে স্থাপত্য শিক্ষার দিকপাল অধ্যাপক মীর মোবাশ্বের আলীর স্মরণে স্মৃতিসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘সমতটে স্থাপত্যের শিক্ষক‘ শীর্ষক স্মৃতিসভা অনুষ্ঠিত হয়।
স্মৃতিসভায় অধ্যাপক মীর মোবাশ্বের আলীর সহকর্মী, বন্ধু, শিক্ষার্থী এবং পরিবারের সদস্যরা অংশ নেন।
স্থাপত্য শিক্ষার দিকপাল অধ্যাপক মীর মোবাশ্বের আলীর কর্মকাণ্ড তুলে ধরে বক্তরা জানান, অধ্যাপক মীর মোবাশ্বের আলীকে হারানোর ক্ষতি কখনোই পূরণ হবে না
তার সঙ্গে কাটানো চমৎকার মুহূর্তগুলো তুলে ধরেন স্মরণ করেন বক্তারা। তারা বলেন, প্রখ্যাত স্থপতি ছিলেন নিরহংকারী ও বন্ধুসুলভ মানুষ। শিক্ষক হিসেবে তেমনি ছিলেন অনন্য। মীর মোবাশ্বের আলীকে সারাজীবন তার ছাত্র–ছাত্রী ও সহকর্মীরা ধারণ করবেন। তাকে হারানোর ক্ষতি কখনো পূরণ হবে না।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত জটিলতা সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস করেন তিনি।