স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আজ সোমবারও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম ও নিয়োগ পরীক্ষা চলছে।
শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে চবি শিক্ষার্থীদের সংঘর্ষে দুই শতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। গুরুতর আহত তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় বহন করছে।
সংঘর্ষের সূত্রপাত হয় এক ছাত্রীকে দারোয়ানের মারধরের ঘটনায়। পরে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর দফায় দফায় ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার দুপুরে ক্যাম্পাস এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ক্যাম্পাস এখন ফাঁকা ও নিরব, তবে শিক্ষকদের বাস ও শাটল ট্রেন নিয়মিত চলছে।
এদিকে এ ঘটনায় সোমবার (১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।