নওগাঁর রাণীনগরে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলায় স্বামী রতন সরকার (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে র্যাব–১ উত্তরার সহযোগীতায় রাণীনগর থানা পুলিশ রবিবার রতন সরকারকে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত রতন সরকার বগুড়ার আদমদিঘী উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত নরেন সরকারের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর পারিবারিক ভাবে তাদের দুইজনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রতন তার স্ত্রীকে নির্যাতন করত। মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে রতনকে যৌতুক হিসাবে টাকাও দেন। এরপর কিছুদিনের মাথায় স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া–বিবাদ হলে মেয়েটি তার বাবার বাড়িতে চলে আসেন। এরই মধ্যে রতন আবারও তার স্ত্রীর কাছ থেকে যৌতুকের টাকা দাবি করেন এবং স্বামীর বাড়িতে যাওয়ার হুমকি দিতে থাকেন। একপর্যায়ে গত ২৬ জুলাই রতন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারে তার স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। এ ঘটনায় ১ আগস্ট রতনের স্ত্রী বাদি হয়ে রতনের নামে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।
থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে রতনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ