শৈল্পিক দিকের পাশাপাশি তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা কীভাবে ফটোগ্রাফিতে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে–তা তুলে ধরতে স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা।
বৃহস্পতিবার ( ২০ জুলাই) সকালে ধানমন্ডির মূল ক্যাম্পাসে এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন।
বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগ (জেসিএমএস) এবং ফটোগ্রাফি ক্লাবের যৌথ উদ্যেগে আয়োজিত এই কর্মশালায় সভাপত্বি করেন জেসিএমএস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সামসুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আলোকচিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছায়া ইনস্টিটিউট অব কমিউনিকেশন এন্ড ফটোগ্রাফির প্রধান দীন মোহাম্মদ শিবলী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. নওজিয়া ইয়াসমিন বলেন, “প্রত্যেকেই ছবি তুলতে পছন্দ করে। কিন্তু খুব কম মানুষই সঠিকভাবে ছবি তুলতে জানে। ছবি একটি চমৎকার শিল্প। তাই যথাযথ নিয়ম মেনে এবং শৈল্পিক উপায়ে ছবি তুলতে শিখতে হবে। স্টেট ইউনিভার্সিটি সমসময় সহ–শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে।”
এ সময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আরো ব্যাপক পরিসের এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানান তিনি।
বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সামসুল ইসলাম বলেন, “প্রযুক্তি বিপ্লবের ফলে বদলে যাচ্ছে সাংবাদিকতার চিরাচরিত ধরণ ও কাঠামো। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তির জ্ঞানে দক্ষ হয়ে উঠতে হবে। বাংলাদেশে ফটোগ্রাফিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই সেক্টরে ক্যারিয়ার গঠন করার অনেক সুযোগ রয়েছে।”
এসময় কর্মশালার প্রশিক্ষক দীন মোহাম্মদ শিবলী বলেন, “যারা গতানুগতিক পেশায় না ছুটে সৃজনশীল কিছু করতে চান তাদের জন্য ফটোগ্রাফি উত্তম পেশা। বর্তমানে এই পেশার যথেষ্ট চাহিদা রয়েছে। এখন অনেকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন। ফটোগ্রাফিতে ভালো করতে হলে নিজের দক্ষতার পাশাপাশি শৈল্পিক জ্ঞান প্রয়োজন।”
দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৪ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষক ফটোগ্রাফিতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপশি ফটোগ্রাফি ও ক্যামেরা সম্পর্কিত বিভিন্ন কলা কৌশল, ক্যামেরার বিভিন্ন অংশ, লেন্স, শ্যাটার, ফোকাসিং ইত্যাদি বিষয়ে হাতে–কলমে শিক্ষা দেন। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
আল/ দীপ্ত সংবাদ