দেশে স্টারলিংকের আসার খবর ইতিবাচক, কিন্তু মোবাইল অপারেটররা যদি আইএসপি সেবা দেয় তাহলে এই খাতের জন্য এটা বড় হুমকি হবে বলে জানিয়েছে ইন্টারনেট অবকাঠামো ব্যবসায়ীরা।
বুধবার (২৮ মে) টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস বাংলাদেশ আয়োজিত টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা শীর্ষক ব্রিফিংয়ে একথা জানান তারা। একই সঙ্গে টেলিযোগাযোগ লাইসেন্সিং নীতিমালা বাস্তবায়নের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছে এন টি টি এন অপারেটর ফাইবার অ্যাট হোম।
ব্যবসায়ীরা বলেন, টেলিকম খাতের সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত, তাই এই খাতে শতভাগ বিদেশি বিনিয়োগ থাকা উচিত নয়।
রুবায়েত হাসান/এজে/দীপ্ত সংবাদ