সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি ফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ–সংক্রান্ত লটারি অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ আজিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ ভর্তির লটারির ডিজিটাল প্রক্রিয়া শুরু হবে। সাধারণত প্রক্রিয়াটি শেষ হতে দুই–আড়াই ঘণ্টা লাগে। সে হিসাবে বেলা ২টা থেকে আড়াইটার দিকে শিক্ষার্থীরা লটারির ফল পাবে।
ডিজিটাল লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
ফল জানা যাবে যেভাবে
ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান/অভিভাবক/শিক্ষার্থী লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর অনলাইনে স্কুলে ভর্তির আবেদন শুরু হয়। যা চলে ৩০ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত। ১৮ দিনে সরকারি–বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে।
এসএ