অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে দল জয়লাভ করবে, ওই দল বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করবে। এমন সমীকরণের ম্যাচে ব্যাট হাতে ব্যবধান গড়ে দিলেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা।
স্কটল্যান্ডের দেওয়া ১৩৩ রানের জবাবে ক্রেইগ আরভিনের ফিফটি ও সিকান্দার রাজার ঝোড়ো ৪০ রানে ৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় আফ্রিকার দলটি। সেই সঙ্গে সুপার টুয়েলভ নিশ্চিত করে জিম্বাবুয়ে। এই জয়ে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে পড়েছে জিম্বাবুয়ে।
এর আগে টসে জিতে ব্যাট করে ৬ উইকেটে ১৩২ রান তোলে স্কটল্যান্ড। দলকে একাই টেনেছেন স্কটল্যান্ড ওপেনার জর্স মুন্সে। তিনি ৫১ বলে সাত চারে ৫৪ রানের ইনিংস খেলেছেন। টপ অর্ডারে অন্য দুই ব্যাটার ভালো খেলেননি। মিডল অর্ডারে রিচি বেরিংটন ১২ করে ফিরে যান। পাঁচে নামা কালাম ম্যাকলিওড ২৬ বলে করেন ২৫ রান।
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হওয়ায় মূল পর্বে জিম্বাবুয়ে খেলবে গ্রুপ-২-এর বিপক্ষে। যে গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান।
আল\দীপ্ত