ঢাকাস্থ সৌদি দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাশে হজ প্রোগ্রাম ১৪৪৬হি–এর মাধ্যমে হজ্জ আদায় করার জন্য সৌদি আরব বাদশাহ সালমান বিন আব্দুল আজীজ আল সাউদ নির্বাচিত ৩০ হজযাত্রী অতিথিদের এক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার (২৬ মে) বারিধারা সৌদি দূতাবাস মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি দূতাবাস চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব আব্দুল আজিজ বিন ফাহাদ আল–ইব্রাহিম।
প্রধান অতিথি বক্তব্যে জনাব আব্দুল আজিজ বিন ফাহাদ আল–ইব্রাহিম বলেন, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর সৌদি সরকার আতিথেয়তায় হজ পালন করার সুযোগটি ও মুসলমানদের জন্য সৌদি সরকারের সাহায্য সহযোগিতার একটি অনন্য স্বাক্ষর বহন করে।
তিনি আরও বলেন, সৌদি সরকার ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য বিভিন্ন প্রকার ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মসূচী যথা বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ, খেজুর বিতরণ, রমজান মাসে গরীব অসহায়দের জন্য ইফতার আয়োজন ও ইফতার সামগ্রী বিতরণ করে।
এছাড়া, জনাব আব্দুল আজিজ বিন ফাহাদ আল–ইব্রাহিম নিজের এবং সৌদি সরকারের বাদশাহ, প্রধানমন্ত্রী, ইসলাম বিষয়ক মন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলের জন্য হাজীগণের নিকট দোয়ার প্রত্যাশা করেন।
বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিলিজিয়াস এ্যাটাশে অফিসের প্রশাসনিক কর্মকর্তা জনাব মাসউদুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে দূতাবাসের ইসলাম বিষয়ক বিভাগীয় প্রধান জনাব ইব্রাহীম আল–আহমারী, দূতাবাসের কর্মকর্তা–কর্মচারী, রিলিজিয়াস অ্যাটাশে অফিসের উর্ধতন কর্মকর্তা, এবং বাংলাদেশ থেকে নির্বাচিত ৩০জন অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে হজযাত্রীদের মাঝে হজ্জব্রত পালনের সকল চাহিদা সম্বলিত একটি উপহারবক্স; ইহরামের কাপর, এক জোড়া জুতা, একটি কোমরের বেল্ট, পবিত্র কোরআন শরীফ, উন্নতমানের সৌদি খেজুর, হজ ভিসা, ভ্রমণ টিকিট ইত্যাদি বিতরণ করা হয়।
এমএম/এসএ