বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের কর্মকর্তা–কর্মচারী এবং সাধারণ মুসল্লিদের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) বায়তুল মুকাররম চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান।
প্রায় আড়াই হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে ইসলামি আলোচনা করেন সৌদি আরব ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত ইসলামিক স্কলার শাইখ মুফলিহ বিন ফাহদ আল–দুসরী। তার আলোচনা বঙ্গানুবাদ করেন সৌদি দূতাবাসের দায়ী ড. রকিকুম ইসলাম মাদানী।
ইফতার মাহফিলে জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াহ ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, সৌদি দূতাবাস রিলিজিয়াস এটাচি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মাসউদুর রহমান, দাওয়াহ বিষয়ক কর্মকর্তা মুহাম্মাদ আব্দুস সোবহান‘সহ ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ