সৌদি আরবের সাথে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে নোয়াখালীর ৪ গ্রামের মুসল্লিরা। স্থানীয়দের ভাষ্যমতে, সৌদি আরবের সাথে মিল রেখে সুশৃঙ্খলভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। অতীতেও তারা একইরকমভাবে ঈদ উৎযাপন করে আসছে।
জানা যায়, শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮ টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামস্থ মুন্সী বাড়ি জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর ফাজিলপুর দায়রা বাড়ি মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারি ঘর মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে।
বসন্তবাগ গ্রামের ঈদের জামাতে ২০০–৩৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণ পুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ৬০–৭০ জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
বসন্তবাগ গ্রামের ইব্রাহিম খলিল জানান, ‘আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছি এবং আজ সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করবো। আমাদের পূর্বপুরুষরা ও একই নিয়ম মেনে রোজা রেখেছে এবং ঈদ উদযাপন করেছে।‘
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সর্বত্র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম। তিনি জানান, মুসলমানদের পবিত্র উৎসব ঈদ উদযাপনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।
এফএম/দীপ্ত সংবাদ