বিপিএলে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকলো রংপুর রাইডার্স। শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ৩ উইকেটে হারিয়েছে তারা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, টস হেরে আগে ব্যাট করতে নেমে তামিম ইকবাল-নাজমুল হোসেন শান্ত’র ৮১ রানের উদ্ধোধনী জুটিতে দারুণ শুরু পায় ফরচুন বরিশাল। শান্ত ৪১ এবং তামিম খেলেন ৪০ রানের ইনিংস। তাওহীদ হৃদয় ২৩ আর মায়ার্সের অপরাজিত ৬১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বরিশাল। জবাবে ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া রংপুর রাইডার্সের হাল ধরেন ইফতেখার ও খুশদিল। তাদের ৯১ রানের জুটিতে জয়ের আশা দেখতে থাকে টেবিল টপাররা। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানে আউট হন ইফতেখার। দ্রুতই সাজঘরে ফেরেন খুশদিলও। শেষ দিকে, নুরুল হাসান সোহানের সাত বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে দারুণ জয় তুলে নেয় রংপুর। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায়, চিটাগং কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটাল।