ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার উপকূলে নোঙর করেছে। তবে জলদস্যুরা এখনো কোনো প্রকার দাবির বিষয়ে যোগাযোগ করেনি বলে জানিয়েছে জাহাজটির মালিক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কবির স্টিল রোলিং মিলস (কেএসআরএম) গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম দীপ্ত নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা জাহাজের সিগনাল অন্যান্য সূত্রে নিশ্চিত হয়েছি এমভি আবদুল্লাহ সোমালিয়ার উপকূলে নোঙর করেছে। তবে জলদস্যুরা এখনো কোনো প্রকার দাবির বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।
মিজানুল ইসলাম বলেন, জলদস্যুরা যোগাযোগ না করা পর্যন্ত তাদের দাবি কী সে বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সকল প্রকার আনুষাঙ্গিকতা এরই মধ্যে শুরু হয়েছে। মালিক পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। করণীয় সকল পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি আরও জানান, আজ সকাল ৮টায় প্রযুক্তির মাধ্যমে এক নাবিকের সঙ্গে তাদের কথা হয়েছে, তারা (নাবিকরা) নিরাপদে আছেন বলে জানিয়েছেন।