চলছে সিয়াম সাধনার মাস। রমজানে মুমিনরা পুরো মাস রোজা রাখেন। সব ধরনের গুনাহ ও অপরাধ থেকে দূরে থাকেন। রমজানে সেহরি ও ইফতারের সময় জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেহরি ও ইফতারের সময়সূচি আগে থেকে ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সোমবার (১ এপ্রিল) পবিত্র রমজান মাসের ২১ তারিখ। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, রবিবার ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিট।
আর, মঙ্গলবার (২ এপ্রিল) সেহরির শেষ সময় রাত ৪টা ২৮ মিনিট (এ সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য)
উল্লেখ্য, সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। তাই সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর আজান দিতে হবে। এ ছাড়াও সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ