বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৮ দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানিরপ্তানি কার্যক্রম।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানিরপ্তানি হবে না। ভারতীয় অংশ মহদীপুর স্থলবন্দরেও একই সময় কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে যথারীতি বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিবছরের মতো এবারও ভারতের মহদীপুর স্থলবন্দর বন্ধ থাকবে। তাই উভয় দেশের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে আমরাও ৮ দিনের জন্য বন্দর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, বন্ধের মধ্যে বন্দরের অভ্যন্তরীণ পণ্য লোড, আনলোড, গুদামজাতকরণ পরিবহনসহ কিছু নিজস্ব কার্যক্রম চালু থাকবে। সরকারি ছুটির দিন ব্যতীত কাস্টমস খোলা থাকবে। সোনামসজিদ ও মহদীপুর ইমিগ্রেশন পথে পাসপোর্টধারীদের যাতায়াত প্রতিদিনই যথারীতি অব্যাহত থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান জানান, বন্দর কাস্টমস পত্র দিয়ে জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় ১ ও ২ অক্টোবর বন্দরে আমদানি ও রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। অপরদিকে, সোনামসজিদের বিপরীতে ভারতের মহদীপুর স্থলবন্দর কর্র্তৃপক্ষ পত্র দিয়ে জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, আগামী ২৬ সেপ্টেম্বর এবং আগামী ৩ অক্টোবর শুক্রবার বন্দরের সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা ৮ দিন বন্দরে কোনো আমদানি ও রপ্তানি হবে না। বন্ধ শেষে ৪ অক্টোবর শনিবার বন্দরের আমদানিরপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দর। এখানে প্রতিদিন কয়েকশ ট্রাক পণ্য আমদানিরপ্তানি হয়। প্রধানত ভারত থেকে আসে পাথর, কয়লা, বিভিন্ন নির্মাণসামগ্রী ও কৃষিজাত পণ্য। অন্যদিকে বাংলাদেশ থেকেও রপ্তানি হয় কিছু পণ্য।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More