ফেনীর সোনাগাজীতে বেওয়ারিশ ও পাগলা কুকুরের কামড়ে গত তিনমাস পাঁচ দিনে শিশু, নারী ও প্রাপ্ত বয়স্কসহ অন্তত ৫৫০ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
কুকুরের কামড়ে রোগীর চাপ বেশি হওয়ায় গত পাঁচ দিন ধরে হাসপাতালে জলাতঙ্কের টিকার সংকট দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক মো. সাদেকুল করিম বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুকুরের কামড়ে জুলাই মাসে ১২৬ জন, আগষ্ট মাসে ২৭৩ জন, সেপ্টেম্বর মাসে ১৩৬ এবং চলতি মাসের গত পাঁচ দিনে ১৫ জন রোগী হাসপাতালে এসেছে।
পৌর শহরের ব্যবসায়ী আবুল কালাম বলেন, তিনমাস ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। খাবারের জন্য কুকুরগুলো বেপরোয়া হয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে। প্রতিদিনই অনেক শিশু ও বড়দেরকে কামড় দিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাদেকুল করিম বলেন, গত তিনমাস ধরে কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাড়ে পাঁচশ রোগী চিকিৎসা নিয়েছেন। বেশ কয়েকজন রোগীর শরীরে একাধিক স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, গত পাঁচ দিন ধরে কুকুরের কামড়ের টিকা শেষ হয়ে যাওয়ায় এক হাজার টিকা সরবরাহের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র দেওয়া হয়েছে।
এছাড়া আগত রোগীদেরকে আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ