রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

সোনাগাজীতে অপহৃত কলেজ ছাত্র ফেনীতে উদ্ধার

ফেনীর সোনাগাজী থেকে অপহৃত এক কলেজ ছাত্রকে সিফায়েত উল্যাহ (১৭) নামে এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে ফেনী শহরের নূরীয়া পাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

অপহৃত কলেজ ছাত্র ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনার সঙ্গে জড়িত মো. সাইফ (২০) নামে এক যুবককে গ্রেপ্ততার করেছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কেফায়েত উল্যাহর ছেলে সিফায়েত উল্যাহকে তুলে আনতে সোমবার রাত ১১টার দিকে চাচাতো ভাই সোহেবের নেতৃত্বে ৫৬ জন যুবক তার বাড়িতে হানা দিয়ে তল্লাশী চালায়। এসময় সিফায়েত ভাদাদিয়া গ্রামের খালার বাড়িতে ছিলেন। সেখান থেকে রাত ১২টার দিকে ফোনে ডেকে নিয়ে ফেনী শহরের নূরীয়া পাড়ার একটি বাসায় তাকে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতন চালায়।

সকালে তার পিতার মুঠোফোনে ফোন দিয়ে দুর্বৃত্তরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। উপায়ন্ত না দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে ফেনী থানায় অভিযোগ করলে পুলিশ ওই ছাত্রকে উদ্ধারে নামে। বিকাল সাড়ে পাঁচটার দিকে নূরীয়া পাড়া থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় অপহৃতের পিতা কেফায়েত উল্যাহ বাদী হয়ে মো. সোহেব, মো. সাইফ, ফুলগাজী উপজেলার সাকিল ও আরিফ সহ ৪ জনের নামোল্লেখ করে এবং ৫৬ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ফেনী মডেল থানার এএআই কেশব কুমার দাস অপহৃত ছাত্রকে উদ্ধার ও সাইফ নামে একজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More