চলছে পবিত্র রমজান। মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে নানা প্রশ্ন আসে। যে সেহরি না করলে কী রোজা হয় নাকি না। অনেকে আলসেমির কারণে সেহরি না করেই কেবল এক গ্লাস পানি পান করে কিংবা কিছুই খায় না।
ইসলামের দৃষ্টিতে রোজার নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বিরত থাকার নাম রোজা। আর রোজা রাখা ফরজ। কিন্তু সেহরি করা রোজার জন্য শর্ত নয়। তাই সেহরি না করলেও রোজা হবে। তবে সেহরি করা সুন্নত। অল্প করে খেলেও সুন্নত পালন হয়ে যাবে।
হাদিস শরিফে বর্ণিত হয়েছে, সেহরি করার মাঝে রয়েছে অনেক বরকত। যারা সেহরি করে, তাদের প্রতি রয়েছে আল্লাহর দয়া ও ফেরেশতাদের দোয়া। তাই সেহরিকে সুন্নত মনে করে গুরুত্বের সঙ্গে পালন করা উচিত।
সেহরির দোয়া বা রোজার নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
তথ্যসূত্র: সুরা বাকারা, আয়াত নং–১৮৭, বোখারি শরিফ, হাদিস নং–১৯২৩ ,মুসলিম শরিফ, হাদিস নং–১০৯৫ ,সহিহ ইবনে হিব্বান, হাদিস নং–৩৪৬৭, হেদায়া, খণ্ড–১, পৃষ্ঠা–২১৬।
যূথী/দীপ্ত সংবাদ