‘নতুন ছেলেরা এসেছে, অনেক পরিবর্তন করা হয়েছে, তাদের কাছ থেকে অন্তত এটুকুর আশা ছিল আমাদের’- পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর এভাবেই হতাশা প্রকাশ করছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। যেকোনো বারের তুলনায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেই সাফল্যের হার বেশি। আর তাই এটাকেই ‘সেরা বিশ্বকাপ’ বলে মানছেন সাকিব আল হাসান। তবে আরও ভালো করার সুযোগ ছিল তাদের সামনে, এটাও মানছেন বাংলাদেশের অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ প্রথম দশ ওভারে করে এক উইকেটে ৭০ রান। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষপর্যন্ত ১২৭ রানে থামে তারা। পাঁচ উইকেট হাতে রেখে এই লক্ষ্য তাড়া করে পাকিস্তান।
হতাশা নিয়ে সাকিব বলেন, ‘ইনিংসের মাঝপথে আমরা ৭০/১ ছিলাম। সেখান থেকে আমরা ১৪৫-১৫০ রানের কাছাকাছি যেতে চেয়েছিলাম। এই উইকেটে সেটি উপযুক্ত সংগ্রহ হতো। আমরা দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস ম্যাচে যেমনটা দেখেছি। ইনিংসের দ্বিতীয় ভাগ সবসময়ই কঠিন, শেষ দশ ওভারে রান করা কঠিন। আমরা জানতাম পরের ব্যাটসম্যান বা নতুন ব্যাটসম্যানদের জন্য এটি সহজ হবে না। তাই সেট ব্যাটসম্যানদের ধরে থেকে ইনিংস শেষ করা জরুরি ছিল। যা হয়নি।’