দরজায় যখন কড়া নাড়ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ, সেই টুর্নামেন্টে মোস্তাফিজ খেলতে যাচ্ছেন সুখস্মৃতি নিয়ে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজের সেরা বোলিংয়ের ঘটনা ২০১৬ সালের। কলকাতার ইডেন গার্ডেনসে সেই বছরের ২৬ মার্চ সুপার টেনের গ্রুপ টুয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ–নিউজিল্যান্ড। ৪ ওভার বোলিং করে ২২ রানে নেন ৫ উইকেট।
মোস্তাফিজের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটাই প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট। টি–টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের বোলারদের মধ্যে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এখনো পর্যন্ত একটাই।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে সেরা ১০ বোলিং
দল উইকেট রান খরচ প্রতিপক্ষ সাল
অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কা ৬ ৮ জিম্বাবুয়ে ২০১২
রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কা ৫ ৩ নিউজিল্যান্ড ২০১৪
উমর গুল পাকিস্তান ৫ ৬ নিউজিল্যান্ড ২০০৯
স্যাম কারান ইংল্যান্ড ৫ ১০ আফগানিস্তান ২০২২
আহসান মালিক নেদারল্যান্ডস ৫ ১৯ দক্ষিণ আফ্রিকা ২০১৪
অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ৫ ১৯ বাংলাদেশ ২০২১
মুজিব উর রহমান আফগানিস্তান ৫ ২০ স্কটল্যান্ড ২০২১
মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ৫ ২২ নিউজিল্যান্ড ২০১৬
জেমস ফকনার অস্ট্রেলিয়া ৫ ২৭ পাকিস্তান ২০১৬
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা ৫ ৩১ ইংল্যান্ড ২০১২
আল / দীপ্ত সংবাদ