বুধবার, মে ৭, ২০২৫
বুধবার, মে ৭, ২০২৫

সেরাদের সেরা নিয়ে দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে

সেরা ৬ পারফর্মার! সেরা বিনোদন! আর সেরাদের সেরা হবার জমকালো আয়োজন! এই শুক্রবার (৯ মে) রাত ১০টায় দেখুন দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে। জানা যাবে কারা হচ্ছেন চ্যাম্পিয়ান, কারা হচ্ছেন রানার্স আপ।

বরিশালের শফিউল রাজ, কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ, বরিশালের হাফিজ রহমান, বরিশালের সাকিব হোসেন, সিলেটের সানজিদা চৌধুরী এবং যশোরের ফারিহা রহমান দীপ্ত স্টার হান্টের ফাইনাল ৬ জন প্রতিযোগী ।

দীপ্ত স্টার হান্ট গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে থাকছে টপ ৬ প্রতিযোগীর নাচ, কমেডি স্কিট এবং সন্ধির মেসাপ মিউজিক আয়োজনে গান পরিবেশন করবেন সন্ধি, সভ্যতা ও কর্নিয়া।

উপস্থিত আছেন রিয়েলিটি শোর সম্মানিত জুরি তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলার ।

সুপারস্টার হওয়ার পথে সেরা প্রতিযোগীদের সুযোগ দীপ্ত স্টার হান্টের বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।

দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালের আয়োজনের সঞ্চালনা করছেন রাফসান সাবাব এবং ইসমাত জেরিন চৈতি। নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন সাইফুর রহমান সুজন। পরিচালনায় আছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমেও দর্শকরা উপভোগ করতে পারছেন শো‘‌টি।

প্রোমো লিংক: https://www.facebook.com/deeptotv.bd/videos/1209665690944060

ইএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More