বিশ্বকাপে এবার সেমির মহারণের অপেক্ষা। যেখানে প্রথম রেসে বুধবার (১৫ নভেম্বর) নিউজিল্যান্ড মুখোমুখি হবে স্বাগতিক ভারত। আর সাউথ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
লিগ পর্বে অপরাজিত থেকে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ চার নিশ্চিত করে ভারত। শিরোপা জয়ের জন্য অন্যতম ফেবারিটের তকমাটাও ম্যান ইন ব্লুদের। কিন্তু ২০১৯ বিশ্বকাপের সেমিতে এই নিউজিল্যান্ডের কাছেই হারতে হয় ভারতকে।
ব্ল্যাক ক্যাপদের সামনেও থাকছে আরেকটি ফাইনালে ওঠার সুযোগ। এদিকে, বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় পয়েন্ট তালিকায় ৮ নম্বরে থাকা। এতে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হলো টাইগারদের। ভারতের কাছে নেদারল্যান্ডস হেরে যাওয়ায় শুন্য থালায় একটি কড়ি যেন কুড়িয়ে পেল সাকিব বাহিনী।
আল/ দীপ্ত সংবাদ